ঢাকা, রবিবার, ৯ চৈত্র ১৪৩১, ২৩ মার্চ ২০২৫, ২২ রমজান ১৪৪৬

জাতীয়

মেয়াদোত্তীর্ণ ও অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
মেয়াদোত্তীর্ণ ও অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা মনিটরিং কার্যক্রম পরিচালনা করছেন মো. আল আমিন।

মৌলভীবাজার: পবিত্র রমজান উপলক্ষে নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে মৌলভীবাজারে অভিযান পরিচালনা করে তিন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদফতর।

শনিবার (২২ মার্চ) দুপুরে জেলা শহরের কোর্ট রোড ও সেন্ট্রাল রোডের বিভিন্ন প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন মৌলভীবাজার জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন।

এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য ও অতিরিক্ত দামে বিক্রি করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে জেলা শহরের কোর্ট রোড এলাকার টিফিনস রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, সেন্ট্রাল রোডের ঈশিকা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা ও একটি লেডিস কাপড়ের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে পাওয়া নিশ্চিত করার লক্ষ্যে ভোক্তা অধিকার অধিদফতরের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
বিবিবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।