ঢাকা, মঙ্গলবার, ১১ চৈত্র ১৪৩১, ২৫ মার্চ ২০২৫, ২৪ রমজান ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে জমি নিয়ে বিরোধের জেরে ভাইকে খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
শ্যামনগরে জমি নিয়ে বিরোধের জেরে ভাইকে খুন প্রতীকী ছবি

সাতক্ষীরার শ্যামনগরে বসতবাড়ির জায়গা জমি নিয়ে বিরোধে আপন ভাই ও ভাইপোদের মারধরে কাদের মোড়ল (৬৫) নামে একজনের মৃত্যুর হয়েছে।  

রোববার (২৩ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত কাদের ওই এলাকার মৃত খতিব আলী মোড়লের ছেলে।  

স্থানীয়রা জানান, বসতভিটা নিয়ে কাদের মোড়ল ও তার ভাই মোশারফ মোড়লসহ কয়েকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে ভোরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কাদেরকে তার ভাইয়েরা ঘাড়ে এবং পেট ও বুকে আঘাত করে। এতে তিনি জ্ঞান হারান। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

নিহতের স্ত্রী মাকসুদা বিবি বলেন, আমার ভাসুরদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। তারই জের ধরে রোববার ভোর সাড়ে ৫ টার দিকে আমার সামনে প্রকাশ্যে আমার ভাসুররা ও ভাসুরের ছেলেরা আমার স্বামীকে ঘাড় মটকিয়ে মারধর করে।

কাদের মোড়লের ছেলে তৈবুর রহমান অভিযোগ করে বলেন, আমার চাচা মফিজুল মোড়লের কাছ থেকে আমরা একটি জমি কিনি। সেই জমিতে বালি ভরাটকে কেন্দ্র করে চাচাদের সঙ্গে বিরোধ বাধে। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে ভোর সাড়ে ৫টার দিকে চাচা মোশারফ মোড়ল, চাচা অহেদ মোড়ল, চাচা রফিকুল মোড়ল ও চাচাতো ভাই রবিউল ইসলাম এবং হাবিবুর রহমানসহ তাদের সহযোগীরা আমার প্রতিবন্ধী বাবাকে মারধর করে এবং ঘাড় মটকে দেয়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানাই।

এদিকে এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন বলে জানা গেছে। হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কেনা জমি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেননি।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।