ঢাকা, মঙ্গলবার, ১১ চৈত্র ১৪৩১, ২৫ মার্চ ২০২৫, ২৪ রমজান ১৪৪৬

জাতীয়

কালিহাতীতে ইজিবাইকে বাসের ধাক্কা, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
কালিহাতীতে ইজিবাইকে বাসের ধাক্কা, নিহত ২

টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইক চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

রোববার (২৩ মার্চ) সকালে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাথাইলকান্দি ২ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- কালিহাতী উপজেলার ভাবলা এলাকার মৃত ছাকু মণ্ডলের ছেলে ইজিবাইক চালক হাসেন (৫৫) ও একই এলাকার লাল মিয়ার ছেলে সবুজ (১১)। আহত ব্যক্তির নাম সৌরভ জানা গেলে বিস্তারিত পরিচয় জানা যায়নি।  

প্রত্যক্ষদর্শীরা জানান, এলেঙ্গা থেকে ইজিবাইকটি ভাবলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক হাসেন নিহত হন। এ সময় এক শিশুসহ (সবুজ) আহত হন দুজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে গুরুতর আহতাবস্থায় সবুজকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, ঘটনার পরই হানিফ পরিবহনের বাসটি পালিয়ে যায়। তবে বাসটি শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।