ঢাকা, বুধবার, ১২ চৈত্র ১৪৩১, ২৬ মার্চ ২০২৫, ২৫ রমজান ১৪৪৬

জাতীয়

তামিমের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
তামিমের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

ঢাকা: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিকেএসপিতে খেলার সময় ম্যাসিভ হার্ট অ্যাটাক করা ক্রিকেটার তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন।

প্রধান উপদেষ্টার পক্ষে তার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে তামিমের স্বাস্থ্যের সবশেষ অবস্থা নিয়ে কথা বলেছেন।

সোমবার (২৪ মার্চ) ঢাকার সাভারে বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের সঙ্গে মোহামেডানের খেলা শুরুর সময় বুকে ব্যথা অনুভব করেন তামিম ইকবাল।

নিজাম উদ্দিন চৌধুরী উপ-প্রেসসচিবকে জানান, দ্রুতই তামিমকে নিকটস্থ হাসপাতালে (বেগম ফজিলাতুন্নেসা হাসপাতাল) নেওয়া হয় এবং সেখানে তার হার্টের অবস্থা জানতে এনজিওগ্রাম করা হয়।

বিসিবির সিইও বলেন, তামিমের চিকিৎসকের সঙ্গে বিসিবি নিয়মিত যোগাযোগ রাখছে এবং তার চিকিৎসায় যেকোনো সহযোগিতায় প্রস্তুত।

তামিম ইকবালের স্বাস্থ্যের বিষয়ে প্রধান উপদেষ্টাকে নিয়মিত জানানো হবে বলেও জানান নিজাম উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।