ঢাকা, শনিবার, ১৫ চৈত্র ১৪৩১, ২৯ মার্চ ২০২৫, ২৮ রমজান ১৪৪৬

জাতীয়

হট্টগোল করে চেয়ার দখলের দুদিনের মাথায় বাধ্যতামূলক অবসরে প্রকৌশলী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
হট্টগোল করে চেয়ার দখলের দুদিনের মাথায় বাধ্যতামূলক অবসরে প্রকৌশলী

রাজশাহী: হই হট্টগোল করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালকের (ইডি) চেয়ার দখলের মাত্র দুদিন পার হতেই চাকরি হারালেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান। কৃষি মন্ত্রণালয়ের এক অফিস আদেশে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) ওই অফিস আদেশে সই করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

বুধবার (২৬ মার্চ) অফিস আদেশটি সম্পর্কে জানা যায়, সেখানে বলা হয়েছে- জাহাঙ্গীর আলম খানের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে, সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৫ ও সরকারি চাকরি (সংশোধন) আইন, ২০১৩-এর উপধারা ২(গ)তে প্রদত্ত ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও মন্ত্রণালয়ের ওই অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান বিএমডিএর সেচ শাখার প্রধান ছিলেন। গত ২৩ মার্চ কোনো রকম অফিস আদেশ ছাড়াই বিএমডিএর নির্বাহী পরিচালকের (ইডি) পদ দখল করেন তিনি।

ওই পদে ছিলেন সরকারের অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম। ওই দিন বিএমডিএ কার্যালয়ে হট্টগোল করে তাকে জোর করেই অফিস থেকে বের করে দেওয়া হয়। তবে সাধারণত বিভিন্ন সময় প্রশাসনিক এ পদে বিএমডিএর বাইরের কর্মকর্তাদের পদায়ন করে থাকে সরকার। গত বছরের জুলাইয়ে শফিকুল ইসলামকে বিএমডিএর ইডি হিসেবে পদায়ন করা হয়েছিল। এরপর গত ২৩ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার প্রজ্ঞাপনে তাকে রাজশাহীতে অবস্থিত বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়। তবে রেশম উন্নয়ন বোর্ডে না গিয়ে এক মাস ধরে তিনি বিএমডিএতেই কর্মরত ছিলেন। আর এই নিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের ভেতর উত্তেজনা সৃষ্টি করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
এসএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।