ঢাকা, বুধবার, ১১ চৈত্র ১৪৩১, ২৬ মার্চ ২০২৫, ২৫ রমজান ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে শতাধিক যানবাহনে তল্লাশি, ১০ গাড়ি জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
চাঁদপুরে শতাধিক যানবাহনে তল্লাশি, ১০ গাড়ি জব্দ

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ উপজেলায় সড়কে চেকপোস্ট বসিয়ে ১০৭ যানবাহনে তল্লাশি চালিয়ে ১১ মোটরসাইকেলআরোহী এবং চার ট্রাকচালককে মোট ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সময় জব্দ করা হয়েছে পাঁচটি মোটরসাইকেলসহ ১০টি যানবাহন।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ফরিদগঞ্জের সীমান্ত এলাকা গৃদকালিন্দিয়া এবং বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত হাজীগঞ্জ বাজারের বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালায় যৌথ বাহিনী।

বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সেনা ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, ফরিদগঞ্জের অভিযানে ৫৫ যানবাহনে তল্লাশি করা হয়। এসময় লাইসেন্স না থাকায় পাঁচ মোটরসাইকেল জব্দ করে এগুলোর আরোহীর কাছ থেকে মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সময় তিনটি প্রাইভেটকার জব্দ করা হয়। পরে বাইক ও গাড়িগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, হাজীগঞ্জ বাজারের বাসস্ট্যান্ডে ৫২ যানবাহন তল্লাশি করা হয়। এসময় লাইসেন্স না থাকায় ছয় মোটরসাইকেলআরোহী ও চার ট্রাকচালকের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সময় জব্দ করা হয় দুটি গাড়ি। যেগুলো পরে থানায় হস্তান্তর করা হয়।

জনস্বার্থে এমন অভিযান চলবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।