ঢাকা, শনিবার, ১৫ চৈত্র ১৪৩১, ২৯ মার্চ ২০২৫, ২৮ রমজান ১৪৪৬

জাতীয়

কমলাপুরে উপচে পড়া ভিড়, যথাসময়ে ছাড়ছে ট্রেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
কমলাপুরে উপচে পড়া ভিড়, যথাসময়ে ছাড়ছে ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।  

ঈদযাত্রার তৃতীয় দিন বুধবার (২৬ মার্চ) যাত্রীদের ভিড় বেড়েছে।

ট্রেনগুলো যথাসময়ে স্টেশন ছেড়ে যাচ্ছে।

বুধবার সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত পূর্ব নির্ধারিত ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে যায় বলে কমলাপুর স্টেশনের কর্মকর্তা এবং যাত্রীরা জানিয়েছেন। ধূমকেতু এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ছেড়ে গেছে যথাসময়ে।

স্টেশনে উপচে পড়া ভিড় থাকলেও যাত্রীদের তেমন ভোগান্তি নেই। কারণ টিকিট ছাড়া স্টেশনে যাত্রীরা ঢুকতে পারছেন না। যাত্রীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। যাত্রীদের জন্য স্টেশনে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

২৬ মার্চ মহান বিজয় দিবসের ছুটি হওয়ায় মূলত কর্মজীবী মানুষের পরিবার-পরিজন ঢাকা ছাড়ছেন। ঈদের আগে শেষ কর্ম দিবস বৃহস্পতিবার (২৭ মার্চ), সেদিন থেকে সরকারি চাকরিজীবীরা ঢাকা ছাড়বেন। ফলে স্টেশনে চাপ আরও বেড়ে যাবে।

এদিকে সকালে কমলাপুর রেলস্টেশনে ঢাকা-নরসিংদী-ভৈরববাজার-নরসিংদী-ঢাকা রুটে চলাচলকারী নরসিংদী কমিউটার-১ ও নরসিংদী কমিউটার-৪ ট্রেন আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এসময় উপদেষ্টা বলেন, অনলাইন টিকিটের বিষয়ে যে সব অনিয়ম ছিল আমরা সেগুলো অনেকটা ঠিক করার চেষ্টা করেছি। কিন্তু ঈদের সময় টিকিটের চাহিদা চার থেকে ছয় গুণ বেড়ে যায়। ট্রেন এবং আসন সংখ্যা কম হওয়ার কারণে অনেকে টিকিট পান না। আমরা ট্রেনের সংখ্যা বাড়ানোর চেষ্টা করবো।

আর রেলের কোনো কর্মকর্তা টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত থাকলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপদেষ্টা।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
এমআইএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।