ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় পৌনে তিন কোটি টাকার টোল আদায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৩:৩৩ পিএম, মার্চ ২৭, ২০২৫
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় পৌনে তিন কোটি টাকার টোল আদায় যমুনা সেতুর টোল প্লাজা

সিরাজগঞ্জ: স্বজনদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে ঢাকা থেকে ঘরে ফিরছে উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষ। উত্তরের মহাসড়কে ক্রমশই বাড়ছে যানবাহনের চাপ।

ফলে প্রতিদিনই বাড়ছে যমুনা সেতুর টোল আদায়। গত ২৪ ঘণ্টায় পৌনে তিন কোটি টাকারও বেশি টোল আদায় হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, মঙ্গলবার (২৫ মার্চ) রাত ১২টা থেকে বুধবার (২৬ মার্চ) রাত ১২টা পর্যন্ত সেতু দিয়ে ৩৩ হাজার ৭৭৬টি ছোটবড় যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী রুটে ১৮ হাজার ২৩৯ টি এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেনে ১৫ হাজার ৫২৭টি গাড়ী চলেছে।

মোট টোল আদায় ২ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৯শ টাকা। এর মধ্যে যমুনা সেতু পূর্ব টোলপ্লাজায় ১ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৪৫০ টাকা ও পশ্চিম টোল প্লাজায় ১ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা।

সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার এ সেতুতে ২৯ হাজার ২৩৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫৫০ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, এবারের ঈদযাত্রায় আজকেই সর্বোচ্চ টোল আদায় হয়েছে। ঈদ উপলক্ষে সেতুর টোল আদায়ে বুথ বাড়ানো হয়েছে। দুই পাশের টোল প্লাজায় ৯টি করে বুথ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫

আরএ

বাংলাদেশ সময়: ৩:৩৩ পিএম, মার্চ ২৭, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।