ঢাকা, সোমবার, ১৭ চৈত্র ১৪৩১, ৩১ মার্চ ২০২৫, ০০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে রাস্তা-ব্রিজ নির্মাণের অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে রাস্তা-ব্রিজ নির্মাণের অনুমোদন সরকারের লোগো।

ঢাকা: মুন্সিগঞ্জে বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে ১৩৮ কোটি টাকা ব্যয়ে রাস্তা, ব্রিজ ও অন্যান্য নির্মাণকাজের অনুমোদন দিয়েছে সরকার। এছাড়া চাঁদপুরে প্রবেশের জন্য প্রয়োজনীয় অবকাঠামোসহ একটি যাত্রী টার্মিনালের উন্নয়নকাজ ও বাজার স্টেশন ভবনের নির্মাণকাজের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত পৃথক তিনটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।  

বৈঠক সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক, মুন্সিগঞ্জ (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের আওতায় পূর্ত-৫ প্যাকেজের লট-১ ও লট-৩ এর রাস্তা, ব্রিজ ও অন্যান্য নির্মাণ শীর্ষক পূর্তকাজের (টেন্ডার আইডি-১০২১৭৮১) ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ১৩৭ কোটি ৯৬ লাখ ৯৬ হাজার ১৮২ টাকা। সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান হলো আরএবি-আরসি প্রাইভেট লিমিটেড ও বিডিই লিমিটেড।  

বৈঠকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন প্রকল্প-১ (চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ ও সংযুক্ত নৌ-পথ খনন এবং টার্মিনালসহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ) (দ্বিতীয় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের অধীনে (BRWTP-W3, Lot-02) প্যাকেজের অন্তর্গত চাঁদপুরে প্রবেশের জন্য প্রয়োজনীয় অবকাঠামোসহ একটি যাত্রী টার্মিনালের উন্নয়নকাজের ব্যয়ের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।  

জানা গেছে, প্রকল্পটির মূল প্রস্তাবে ব্যয় ধরা হয়েছিল ৯৩ কোটি ৪৩ লাখ ৫৪ হাজার ৫৬৫ টাকা। ভেরিয়েশন বাবদ ব্যয় বেড়েছে ১৪ কোটি ৮৮ লাখ ২৮ হাজর ১৯৪ টাকা। সে হিসেবে সংশোধিত চুক্তি মূল্য দাঁড়িয়েছে ১০৮ কোটি ৩১ লাখ ৮২ হাজার ৭৬০ টাকা, যা মূল চুক্তি মূল্যের ১৫.৯৩ শতাংশ বেশি। প্রকল্পটি বাস্তবায়ন করবে তোমা কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (টিসিসিএল)।  

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ের ‘দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমারের কাছে গুনদুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ (দ্বিতীয় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের নির্মাণ প্যাকেজ WD1-Lot 2:- চকরিয়া থেকে কক্সবাজার ভায়া রামু [চৌকি ৫০+৪০০ থেকে চৌকি ১০১+৪৭৭ কিমি] কক্সবাজার বাজার স্টেশন ভবনের কাজের প্রথম ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।  

জানা গেছে, প্রকল্পটির মূল প্রস্তাবে ব্যয় ধরা হয়েছিল ৩ হাজার ৮৬৯ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৫৭০ টাকা। ভেরিয়েশন বাবদ ব্যয় বেড়েছে ৪১ কোটি ২৪ লাখ ৩৮ হাজার ৯০৭ টাকা। সে হিসেবে সংশোধিত চুক্তি মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৯১০ কোটি ৬৫ লাখ ৯২ হাজার ৪৭৭ টাকা, যা মূল চুক্তি মূল্যের ১.০৭ শতাংশ বেশি। যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে সিসিইসিসি-ম্যাক্স।  

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
জিসিজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।