ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের আম-কাঁঠাল বেশ সুস্বাদু: শি জিনপিং

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৪ এএম, মার্চ ২৮, ২০২৫
বাংলাদেশের আম-কাঁঠাল বেশ সুস্বাদু: শি জিনপিং প্রধান উপদেষ্টা ও চীনা প্রেসিডেন্ট

ঢাকা: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের আম ও কাঁঠাল চেখে দেখেছেন। ফল দুটি বেশ সুস্বাদু বলেও প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৮ মার্চ) সকালে বেইজিংয়ে এই দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বৈঠকে হওয়া আলোচনা সম্পর্কে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ফেসবুকে দেওয়া পোস্টে তিনি জানান, বৈঠকে হওয়া আলোচনা ছিল বিস্তৃত, ফলপ্রসূ ও গঠনমূলক। এই আলোচনা সৌহার্দ্যের আবহে সম্পন্ন হয়।

প্রেসিডেন্ট শি প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। এটি অধ্যাপক ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর। এখন পর্যন্ত এটি অত্যন্ত সফল।

প্রেস সচিব জানান, প্রেসিডেন্ট শি জিনপিং অধ্যাপক ইউনূসকে বলেছেন, তার দেশ বাংলাদেশে চীনা বিনিয়োগকে উৎসাহিত করবে এবং চীনা উৎপাদন কারখানাগুলো বাংলাদেশে স্থানান্তরের জন্য উদ্যোগ নেবে।

প্রেসিডেন্ট শি বলেন, চীন বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় ইতিবাচকভাবে বিবেচনা করবে। এসব বিষয়ের মধ্যে চীনা ঋণের সুদের হার কমানো এবং পানিসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতার প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল।

চীনা প্রেসিডেন্ট তার বাংলাদেশে দুটি সফরের কথা স্মরণ করেন। ফুজিয়ান প্রদেশের গভর্নর থাকাকালীন তিনি ক্ষুদ্রঋণবিষয়ক গবেষণা করেছিলেন বলেও জানান।  

এ ছাড়া শি জিনপিং বাংলাদেশের আম ও কাঁঠাল চেখে দেখার কথাও জানান। এই দুই ফল অত্যন্ত সুস্বাদু বলেও তিনি মন্তব্য করেন। আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ এই দুটি ফল চীনে ব্যাপকভাবে রপ্তানি করবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
এমইউএম/আরএইচ

বাংলাদেশ সময়: ১০:২৪ এএম, মার্চ ২৮, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।