গাজীপুর: ঈদুল ফিতরের ছুটিতে বাড়ি ফেরা মানুষের ভিড় এবং গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। তবে দুটি মহাসড়কে এখন পর্যন্ত যানজট দেখা যায়নি।
শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকে দুটি মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যাত্রীদের ভিড় ও গাড়ির চাপ লক্ষ্য করা গেছে।
পুলিশ, যাত্রী ও স্থানীয়রা জানায়, ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটাতে পোশাক কারখানাসহ বিভিন্ন অফিসের এবং বিভিন্ন পেশার মানুষ শহর থেকে বাড়ি ফিরতে শুরু করেছে। ফলে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুটিতে গাড়ির চাপ বেড়েছে। তবে শুক্রবার বেলা ১১টা পর্যন্ত মহাসড়ক দুটিতে কোনো যানজট নেই। ঈদ এলেই মানুষের দৃষ্টি যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মোড় এলাকায়। কারণ গাজীপুর শিল্প এলাকা, এখানে বসবাস করে দেশের বিভিন্ন জেলার কর্মজীবী লাখ লাখ মানুষ। আর এর মধ্যে উত্তরবঙ্গের সব মানুষ ঈদের ছুটিতে নিজ গন্তব্যে পৌঁছাতে বিভিন্ন যানবাহনে উঠেন চন্দ্রা মোড় এলাকা থেকে। ফলে চন্দ্র মোড় এলাকায় ব্যাপকভাবে যানবাহনের চাপ বেড়ে যায়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেন হলেও ঈদের আগে কয়েকদিন মানুষকে ভোগান্তি দেয়। বিভিন্ন পেশার মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে চন্দ্র এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকে। শুক্রবার সকাল থেকে ঈদের ছুটি পাওয়া মানুষ পরিবার-পরিজন নিয়ে চন্দ্রা মোড়ে ভিড় করতে শুরু করে। অনেকেই যানবাহনে উঠে রওনা দেয়, অনেকেই গাড়ির জন্য অপেক্ষায়। এসব মিলিয়ে চন্দ্রায় যানবাহনের চাপ অতিরিক্ত হারে বেড়ে যাচ্ছে। তবে বেলা ১১টা পর্যন্ত মহাসড়কে যানজট নেই।
এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড, কলেজগেট, বোর্ডবাজার, চন্দনা চৌরাস্তা, ভোগড়া, শ্রীপুরের মাওনা চৌরাস্তা, মাস্টার বাড়িসহ বিভিন্ন এলাকায় বাড়ি ফেরা মানুষের ভিড় বেড়ে গেছে। ফলে এ মহাসড়কেও গাড়ির চাপ বেড়েছে। কিন্তু মহাসড়কটিতে যানজট নেই।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইজ উদ্দিন জানান, ঈদ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র মোড় এলাকায় গাড়ির চাপ কয়েক গুণ বেড়েছে। ধীরগতিতে বিভিন্ন যানবাহন চলাচল করছে, তবে যানজট নেই। যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
এদিকে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টার বাড়ি এলাকায় কিছুটা গাড়ির চাপ আছে। তবে খুব বেশি নয়। এছাড়া পুরো মহাসড়ক যানজটমুক্ত রয়েছে। তবে এবার ঈদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের আশঙ্কা করছি না। যানজটমুক্ত থাকবে মহাসড়কটি। ঈদে বাড়ি ফেরার যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবেন আশা করছি।
বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
আরএস/আরবি