ঢাকা: ঈদুল ফিতর উপলক্ষে নয়দিনের সরকারি ছুটির আজ প্রথম দিন সকাল থেকে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বেড়েছে যাত্রীর চাপ। দূরপাল্লার বাসের আগাম টিকিটে বাড়ি ফিরছেন যাত্রীরা।
শুক্রবার (২৮ মার্চ) গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল ঘুরে সরেজমিনে দেখা যায়, বাস টার্মিনালে সকাল থেকেই যাত্রীর চাপ রয়েছে। আগে থেকে টিকিট বুক করে আসা যাত্রী অনেক বেশি। তবে বিভিন্ন বাসগুলোর যাত্রীরা এসেই টিকিট কেটে গন্তব্যে যাচ্ছেন।
ঈদ কেন্দ্র করে গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালের জন্য ৪০ আসন বিশিষ্ট বাসের ভাড়া নির্ধারণ করেছে বিআরটিএ। সেখানে দেখা যায়, গাবতলী থেকে বরিশাল ৭১২ টাকা, গাবতলী থেকে পটুয়াখালী ৮১৯ টাকা, গাবতলী থেকে যশোর ৬৭৯ টাকা, গাবতলী থেকে বাগেরহাট ৮৯৩ টাকা, গাবতলী থেকে কালীগঞ্জ ৯৯৩ টাকা, গাবতলী থেকে সাতক্ষীরা ৯২০ টাকা, গাবতলী থেকে বেনাপোল ৭৩০ টাকা, গাবতলী থেকে কুষ্টিয়া ৬৭৬ টাকা ও গাবতলী থেকে মেহেরপুর ৭২৮ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
টার্মিনালের একাধিক টিকিট বিক্রেতারা জানান, এবারের ছুটি বেশি, তাই যাত্রীও পাওয়া যাচ্ছে ভালো। প্রতিটি গাড়ি পরিপূর্ণভাবে যাচ্ছে। ভাড়া আগের মতোই আছে। যাত্রী বেশি হওয়া গাড়িগুলো নির্দিষ্ট সময় ছেড়ে যাচ্ছে। বিভিন্ন পরিবহনের বাসগুলো কাউন্টার বা অনলাইনে গত ১৪ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করে। অনেকে অগ্রিম টিকিট কিনেছেন। অগ্রিম টিকিটের যাত্রী এলেই বাসগুলোর দ্রুত সিট ফিলাপ হয়ে যাচ্ছে, আর পরিবহনগুলো গন্তব্যে রওনা হচ্ছে।
দিনাজপুর যাবেন আমজাদ হোসেন ও তার পরিবার। অনলাইনে টিকিট কেটে এসেছেন তিনি। টার্মিনালে আসার ১০ মিনিটের মধ্যেই বাসে ওঠেন। তিনি জানান, প্রতিবছরই ঈদযাত্রায় অনেক ভোগান্তি পোহাতে হয়। আবার একটু ব্যতিক্রম হচ্ছে। অনলাইনে টিকিট কাটার কারণে অতিরিক্ত ভাড়াও দিতে হচ্ছে না। নির্ধারিত সময়ে এস আর ট্রাভেলস বাস ছেড়েছে।
ঝিনাইদহ সদরে যাবেন শরিফুল হক। এর আগে পরিবারের সদস্যদের গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়েছেন। সকালে গাবতলী বাস টার্মিনালে এসেছেন। উদ্দেশ্য গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করা। তিনি বলেন, গাবতলী টার্মিনালে আগের মতো চাপ নেই। ভাড়াও বেশি রাখছে না। ভাড়ার নির্দিষ্ট যে চার্ট আছে সে অনুযায়ী ঝিনাইদহের ভাড়া ৭৫০ টাকা হয়। সেই ভাড়া দিয়েই টিকিট কেটেছি।
সেলফি পরিবহনের কন্ডাক্টর জাবেদ আলী বলেন, আমরা এবার ন্যায্য ভাড়া নিচ্ছি। দরকার হলে যাত্রীদের জিজ্ঞেস করে যাচাই করতে পারেন।
সোহাগ পরিবহনের টিকিট বিক্রেতা মো. রাব্বি বলেন, আমরা নির্ধারিত সময় বাস ছাড়ার চেষ্টা করছি। সড়কে যানজট থাকলে ২০ মিনিট থেকে ৩০ মিনিট দেরি হচ্ছে। তবে টার্মিনালে এলেই বাস ছাড়া হচ্ছে।
শ্যামলী পরিবহনের কাউন্টার মাস্টার আমিনুল ইসলাম বলেন, যাত্রীর চাপ আজ সকাল একটু ছিল। আপনারাই দেখতে পারছেন। গতকাল তেমন চাপ ছিল না, টার্মিনাল ফাঁকা ছিল। কাল-পরশু হয়তো কিছুটা চাপ বাড়তে পারে।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
এমএমআই/আরবি