মানিকগঞ্জ: মানিকগঞ্জে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা-আরিচা মহাসড়কে ঈদে ঘরমুখো যানবাহন ও যাত্রীদের কিছুটা বাড়তি চাপ রয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে দূরপাল্লার যানবাহনের পাশাপাশি কাটাগাড়ির চাপের চিত্রের দেখা মিলেছে।
দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রায় ২১টি জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রবেশ পথ হলো পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট। এ নৌরুট দিয়ে ছোট বড় যানবাহনের বেশ চাপ রয়েছে। মহাসড়কে যানচলাচলে কিছুটা বাড়তি চাপ হলেও ভোগান্তি ছাড়া ফেরি পারাপার হতে পারছে যানবাহন ও যাত্রীরা।
বিআইডব্লিউটিসি’র পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের এজিএম আব্দুস সালাম বলেন, এবারে যেহেতু ঈদের ছুটি আগে থেকে হয়েছে যার কারণে কোনো ভোগান্তি ছাড়াই নৌপথ পার হতে পারছে ঘরমুখো মানুষ। এছাড়া যাত্রী ও যানবাহন গুলোকে নির্বিঘ্নে নৌপথ পারাপারের জন্য সকল ধরনের প্রস্তুতি আমাদের আছে।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার বলেন, স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহন কিছুটা বেশি তবে কোনো ধরনের ভোগান্তি নেই মহাসড়কে। দক্ষিণ পশ্চিম অঞ্চলের ঈদে ঘরমুখো মানুষ নিরাপদে ও নির্বিঘ্নে চলাচল করতে পারে সে জন্য আমরা সব সময় মহাসড়কে টহল অব্যাহত রেখেছি।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
জেএইচ