ঢাকা, সোমবার, ১৭ চৈত্র ১৪৩১, ৩১ মার্চ ২০২৫, ০০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে অস্ত্রসহ ডাকাত আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
ঝিনাইদহে অস্ত্রসহ ডাকাত আটক

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর পুলিশ ফাঁড়ির পাঁচশ গজ অদূরে অস্ত্র ঠে‌কি‌য়ে ডাকা‌তির ঘটনা ঘটেছে। ডাকাতরা আজমুল হোসেন নামে এক পথচারীর কাছ থেকে ১২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নি‌য়ে‌ছে।

এ ঘটনায় লিটন সরদার নামে এক ডাকাত আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।  

শুক্রবার (২৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের হাওনঘাটা মাঠে এ ঘটনা ঘটে।  

লিটন সরদার পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা সদর উপজেলার জীবনা গ্রামের বজলুর রহমান সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, চুয়াডাঙ্গার বদরগঞ্জ আক্কাস লেক ভিউ পার্কে কাজ শেষে আজমুল হোসেন বংকিরা গ্রামে শ্বশুরবাড়ি ফিরছিলেন। সে সময় ঘটনাস্থলে পৌঁছালে চারজন ডাকাত তার পথ গতিরোধ করে। পরে ডাকাতরা তার গলায় ছুরি ধরে কাছে থাকা ১২ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে যায়। এ সময় চিৎকারে বংকিরা পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন ফোর্স নিয়ে লিটনকে আটক করে সদর থানায় সোপর্দ করে। আটক লিটন ডাকা‌তির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।  

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, লিটন নামে এক ডাকাত‌কে আটক করা হয়েছে। এ ঘটনায় ঝিনাইদহ থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।