রংপুর: রংপুর মহানগরীর রেলস্টেশন এলাকা থেকে অপহৃত ৪ শিশুসহ আদুরী বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। তার বাড়ি কুড়িগ্রামের উলিপুর এলাকায় বলে জানা গেছে।
শুক্রবার (২৮ মার্চ) রাত ১০টার দিকে রেলস্টেশন এলাকা থেকে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রংপুর মহানগরীর ৭ নম্বর ওয়ার্ডের তপোধন গ্রাম থেকে ৪ শিশু নিয়ে ওই নারী ইফতার পরবর্তী উধাও হন। এরপর বিষয়টি পুলিশের বিভিন্ন ইউনিটকে জানালে রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় পুলিশ। এরপর রেলস্টেশন এলাকা থেকে অপহৃত ৪ শিশুসহ ওই নারীকে রেলওয়ে পুলিশ আটক করে।
এদিকে ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ মার্চ) দিনের বেলা আদুরী বেগম নামে ওই নারী নগরীর ৭ নম্বর ওয়ার্ডের তপোধন গ্রামে এক বাড়িতে গিয়ে আশ্রয় প্রত্যাশা করেন। ওই বাড়ির অভিভাবক আশিকুল ইসলাম তাকে আশ্রয় দেন। রাতে ওই বাড়িতে অবস্থান করেন এবং সাহরি খান। শুক্রবার সারাদিন ওই বাড়িতেই ছিলেন এবং সন্ধ্যায় ইফতারও করেন। ইফতার পরবর্তী কোনো এক সময় ওই নারী ৬ থেকে ১০ বছরের ৪ শিশুকে নিয়ে উধাও হয়ে যান। এ সময় সন্তানদের না পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি জানানো হয়। এরপর রংপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে ৪ শিশুসহ ওই নারীকে আটক করা হয়।
রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, ৪ শিশুসহ আদুরী বেগম নামে এক নারীকে আটক করা হয়। পরে রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসির উপস্থিতিতে পুলিশি হেফাজতে শিশুসহ ওই নারীকে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৮১৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
আরবি