ঢাকা, মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০১ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনন্দের ঈদযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনন্দের ঈদযাত্রা

কুমিল্লা: দেশের সবচেয়ে ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোথাও এবার যানজটের খবর পাওয়া যায়নি। মহাসড়কের কুমিল্লা অংশে পরিবহনের চাপ বেশি থাকলেও যানজট নেই।

খুব কম সময়ে এবার ঘরে ফিরছেন কুমিল্লার মানুষ।

এর আগে শুক্রবার (২৮ মার্চ) মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জে ট্রাক উল্টে মহাসড়কে কিছু সময়ের জন্য যানজট সৃষ্টি হলেও অল্প সময় পর তা কেটে যায়।  

শনিবার (২৯ মার্চ) সরেজমিন পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় দেখা যায়, মহাসড়কে বাস, প্রাইভেটকারের আধিপত্য বেশি। অন্যান্য পরিবহনের সংখ্যা তুলনামূলক কম। মহাসড়ক নির্বিঘ্ন রাখতে হাইওয়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও রোভার স্কাউট সদস্যদের কাজ করতে দেখা গেছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একটু পরপর গণপরিবহনগুলো তল্লাশি করা হচ্ছে।

সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের ১০৫ কিলোমিটার এলাকার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১ হাজারের বেশি পুলিশ সদস্য, ২ শতাধিক রোভার স্কাউট সদস্য এবং সেনাবাহিনী ও আনসার সদস্য নিয়োজিত আছেন।

হাইওয়ে পুলিশের তথ্যমতে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশের যানজটপ্রবণ ১২টি হটস্পট রয়েছে। যেখানে উল্টো পথে গাড়ি চলাচল, মহাসড়কে যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠা-নামা এবং ফুটওভার ব্রিজ ব্যবহার না করে পথচারীদের সড়ক পারাপারসহ নানা অনিয়মের কারণে যানজট সৃষ্টি হয়ে থাকে। এবার সেসব পয়েন্টকে চিহ্নিত করে বাড়তি তদারকি ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকা থেকে এশিয়া এয়ারকন বাসে কুমিল্লায় আসা প্রকৌশলী শরীফুল আলম জানান, মাত্র ২ ঘণ্টায় ঢাকার মতিঝিল থেকে কুমিল্লায় এসেছি। পথে কোনো সমস্যা হয়নি। ভাড়াও বেশি নেয়নি।

হাইওয়ে রিজিয়ন কুমিল্লার পুলিশ সুপার খাইরুল আলম বলেন, আমরা রোভার স্কাউট, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), রেড ক্রিসেন্ট সদস্যদের প্রশিক্ষণ দিয়ে কাজে লাগিয়েছি। হাইওয়ে পুলিশের সঙ্গে জেলা পুলিশ সমন্বয় সাধন করেছে। সেনাবাহিনী কাজ করছে। আমি নিজেও দিনের পর দিন মাঠে থেকেছি, যাতে জুনিয়র অফিসারদের মধ্যে উদ্দীপনা কাজ করে। সাধারণ মানুষও যথেষ্ট আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। এছাড়া ডাকাত ও ছিনতাইকারী চক্রের অন্তত ২০ জনকে গ্রেপ্তার করেছি। এভাবে দ্রুততম সময়ে মহাসড়কে শৃঙ্খলা ফিরে এসেছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।