ঢাকা, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০২ শাওয়াল ১৪৪৬

জাতীয়

দ্বিতীয় বিয়ে নিয়ে কথা কাটাকাটি, স্ত্রী-সন্তান-পুত্রবধু মিলে পিটিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
দ্বিতীয় বিয়ে নিয়ে কথা কাটাকাটি, স্ত্রী-সন্তান-পুত্রবধু মিলে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী, সন্তান ও পুত্রবধু মিলে কবির হোসেন (৫০) নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে।

রোববার (৩০ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চালাকচর এলাকা রাস্তা পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

এর আগে মাহমুদপুর ইউনিয়নের সালমদী এলাকায় তার নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত কবির উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী গ্রামের মৃত আব্দুর হাসিমের ছেলে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, কবির হোসেন প্রথম স্ত্রী রেখে তিনি দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে তার প্রথম স্ত্রী মাজেদা তার ছেলে সজীবের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। রোববার সকালে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হলে একপর্যায়ে সজীব, তার স্ত্রী ও তার মা লাঠি দিয়ে পিটিয়ে কবিরকে হত্যা করেন। পরে তার লাশ বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে বিশনন্দীর চালক চর এলাকায় রাস্তায় ফেলে দিয়ে আসে।
 
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনা তার প্রথম স্ত্রী মাজেদা ও পুত্রবধু তানহাকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।