ঢাকা, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০২ শাওয়াল ১৪৪৬

জাতীয়

জুলাই শহীদ রিয়া গোপের পরিবারে তারেক রহমানের ঈদ উপহার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
জুলাই শহীদ রিয়া গোপের পরিবারে তারেক রহমানের ঈদ উপহার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে জুলাই অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানো ছয় বছরের শিশু রিয়া গোপের পরিবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার পৌঁছে দিয়েছেন দলটির মহানগর শাখার নেতারা।

রোববার (৩০ মার্চ) উপহার সামগ্রী নিয়ে রিয়া গোপের বাড়িতে যান মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।

 

এসময় মেয়ের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রিয়া গোপের মা বিউটি ঘোষ। তিনি বলেন, আপনারা শুধু আমার শিশু মেয়েটার জন্য দোয়া করবেন, আমি আর কিছু চাই না।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমরা আপনাদের পাশে আছি। আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবো। আপনার এ কান্না হয়তো আমরা কখনোও মুছতে পারবো না। একটা সন্তানের জন্য মায়ের যে কান্না এ অভাব কেউ দূর করতে পারবে না।

গত ১৯ জুলাই বিকেলে শহরের নয়ামাটি এলাকায় বাসার ছাদে খেলছিল শিশু রিয়া গোপ। এসময় একটি গুলি এসে রিয়ার মাথায় লাগে। পরবর্তীতে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর মারা যায় সে। তার মৃত্যু দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে।

আরও পড়ুন: বাসার ছাদে গুলিতে রিয়া গোপের মৃত্যু নাড়া দেয় গোটা দেশকে

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
এমআরপি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।