ঢাকা, বুধবার, ১৯ চৈত্র ১৪৩১, ০২ এপ্রিল ২০২৫, ০৩ শাওয়াল ১৪৪৬

জাতীয়

দীর্ঘ ছুটিতেও প্রশাসনিক কাজ থেমে নেই

গৌতম ঘোষ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৫
দীর্ঘ ছুটিতেও প্রশাসনিক কাজ থেমে নেই সচিবালয়। ফাইল ছবি

ঢাকা: ঈদুল ফিতরের টানা নয় দিনের সরকারি ছুটি চলছে। এই দীর্ঘ ছুটিতেও প্রশাসনিক কাজে স্থবিরতা নামছে না বলে জানিয়েছেন সরকারের উপদেষ্টাসহ শীর্ষ কর্মকর্তারা।

তাদের বেশির ভাগই ঢাকায় থাকছেন। প্রয়োজনে সশরীরে বা ভার্চ্যুয়ালি বৈঠক চলবে।

দেশে ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হলো। ২৮ মার্চ শুক্রবার থাকায় সাপ্তাহিক এই ছুটির দিন থেকেই ঈদের ছুটি শুরু হয়। দুদিনের ছুটির পরদিন রোববার নির্বাহী আদেশে ছুটি। ঈদের পর ১, ২ ও ৩ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি থাকছে। পরের দুই দিন ৪ ও ৫ এপ্রিল সপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ছুটি নয় দিনের।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ঈদের আগে বলছিলেন, ঈদে দীর্ঘ ছুটি থাকলেও অর্থনীতিতে কোনো স্থবিরতা আসবে না। সবকিছু সচল থাকবে। উপদেষ্টা পরিষদের বেশিরভাগ সদস্য আমরা ঢাকায় থাকব। দরকার হলে বন্ধের মধ্যে আমরা মিটিং করব। এটা আমাদের মধ্যে কথা হয়েছে। ছুটিতে যদি যাইও, দেশে থাকলে তো সমস্যা নেই, বিদেশে গেলে আমরা জুমের মাধ্যমে বৈঠক করব। কোনো সমস্যা হবে না। কোনো স্থবিরতা আসবে না।

‘এই ঈদ অন্যান্য ঈদ থেকে অনেক ভালো। আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি। আমাদের কর্মকর্তারা ঈদেও মাঠে থাকবেন,’ বলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা  এম সাখাওয়াত হোসেন। ঈদের সময় সড়কের দুই পাশে দোকান দেখলে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করার হুঁশিয়ারিও দিয়ে রেখেছিলেন তিনি।

শ্রমসচিব এ এইচ এম সফিকুজ্জামান বাংলানিউজকে বলেন, আমরা এ বছর টানা নয় দিনের ছুটি পেলেও মাঠে থাকব। আমাদের অনেক কর্মকর্তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং কমিটির টিম সহ আরও অন্যান্য কমিটিতে রয়েছেন। ফলে আমাদের অনেক কর্মকর্তা মাঠে থাকবেন। আমরা কোনো কাজ পেন্ডিং রাখি না।

কথা হয় বাণিজ্যসচিব মাহবুবুর রহমানের সঙ্গে। তিনি জানাচ্ছিলেন, ঈদে কর্মকর্তারা ঢাকার বাইরে যান না। অফিসের কাছাকাছিই থাকেন যেন জরুরি কিছু হলে দ্রুত হাজির হওয়া যায়। সচিব বলেন, এ বছর আমাদের কোনো অফিসার অতিরিক্ত ছুটি নেননি। আমাদের যেহেতু বছরের শুরুতেই একটা ছুটির তালিকা করা হয়। সে অনুযায়ী আমরাও কাজকর্ম গুছিয়ে রাখি।

ঈদের পর অফিস খুললেও সেবাগ্রহীতাদের ভিড় থাকে না। সেজন্য অফিস একটু ঢিলেঢালাভাবেই চলে। তিনি বলেন, এই পরিস্থিতি কিন্তু আমাদের তৈরি করা নয়। যারা আমাদের কাছে সেবা নিতে আসেন, তারা না এলে কাজের চাপ কম থাকে। আমাদের কর্মকর্তারা ঠিকই অফিস করেন।

মাহবুবুর রহমান জানান, টানা নয় দিনের ছুটির মধ্যেও এবার বাজার মনিটরিং ঈদের আগের দিন পর্যন্ত চলেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তো ঈদের দিনও কাজ করেন। বন্দর এক দিন বন্ধ, রপ্তানি উন্নয়ন ব্যুরো শুধু ঈদের দিন বন্ধ। জরুরি সেবা তো কখনো বন্ধ হয় না। প্রশাসনিক  কাজ সব বিভাগেই চলে। এ কাজের কোনো বিরাম নেই। ফলে টানা ছুটি থাকলেও কাজে তেমন কোনো ক্ষতি হয় না বলে জানান তিনি।

ঈদের আগে স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি বলেন, ঈদে মানুষকে স্বস্তি দিতে পুলিশ ঈদের ছুটি ভোগ করে না। পুলিশের ছুটি নেই। তারা ২৪ ঘণ্টা ডিউটি করবেন। বিপুলসংখ্যক মানুষ ঢাকা ছাড়ছেন। তাদের যাত্রাটা সুবিধাজনক করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ইনশাল্লাহ আমরা আশা করছি অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা ঘটবে না। একইসঙ্গে কোনো সমস্যায় পড়লে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করার পরামর্শও দেন তিনি।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
জিসিজি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।