ঢাকা, বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩১, ০৩ এপ্রিল ২০২৫, ০৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

কটিয়াদীতে অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৫
কটিয়াদীতে অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ প্রতীকী ছবি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বসতঘরে ঢুকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে এক গৃহবধূকে (৩০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।  

এ ঘটনায় মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় মামলা দায়ের করেছেন।

 

এর আগে সোমবার (৩১ মার্চ) দিনগত গভীর রাতে উপজেলার টান চারিয়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।

মামলায় অভিযুক্ত আসামি হলেন-হাকিম (২৫)। তিনি উপজেলার টান চারিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কটিয়াদী উপজেলার স্থানীয় একটি বাজারে নৈশপ্রহরীর কাজ করেন ওই গৃহবধূর স্বামী। ঈদের দিন সোমবার (৩১ মার্চ) সন্ধ্যার পর বাজার পাহারা দিতে স্বামী ঘর থেকে বের হয়ে যান। এরপর খাবার খেয়ে গৃহবধূ তার সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে ঘরের জানালা খুলে মুখোশ পরে ঘরে ঢোকেন হাকিম। পরে তিনি ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করেন। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে মুখোশ খুলে গেলে হাকিমকে চিনতে পারেন ওই গৃহবধূ। পরে ভোরে বাড়িতে ফিরলে স্বামীকে ঘটনাটি জানান ওই গৃহবধূ।  

এদিকে ঘটনার খবর পেয়ে মঙ্গলবার (১ এপ্রিল) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

মঙ্গলবার (১ এপ্রিল) দিনগত রাতে অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মো. তোফাজ্জল হোসেন জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে ধরতে অভিযান পরিচালনা করছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।