ঢাকা, শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১, ০৪ এপ্রিল ২০২৫, ০৫ শাওয়াল ১৪৪৬

জাতীয়

বান্দরবানে বাস দুর্ঘটনায় ১০ পর্যটক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৫
বান্দরবানে বাস দুর্ঘটনায়  ১০ পর্যটক আহত দুর্ঘটনাকবলিত বাস

বান্দরবানের লামা উপজেলায় বেড়াতে গিয়ে বাস দুর্ঘটনায় ১০ জন পর্যটক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় লামা উপজেলার মিরিনজা পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ  জানায়, চটগ্রামের লোহাগাড়া থেকে ঈগল পরিহনের একটি বাস দুর্গম পাহাড়ি সড়ক অতিক্রম করে লামা যাচ্ছিল। পথে মিরিনজা পাহাড় এলাকায় পৌঁছালে হঠাৎ করে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চলে যায় এবং একটি বড় গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসে থাকা সব যাত্রী আহত হয়। বাসে থাকা যাত্রীরা চটগ্রামের লোহাগাড়া থেকে লামা উপজেলায় বেড়াতে যাচ্ছিল।

পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে প্রাথমিকভাবে আহত বাসযাত্রীদের মধ্যে ১০ জনতে তাৎক্ষণিক উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে গুরুতর দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজেল হোসেন বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।