ঢাকা, শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১, ০৪ এপ্রিল ২০২৫, ০৫ শাওয়াল ১৪৪৬

জাতীয়

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের শেষকৃত্য সম্পন্ন, এলাকায় শোকের মাতম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৫
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের শেষকৃত্য সম্পন্ন, এলাকায় শোকের মাতম

ঝিনাইদহ: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুইজনের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বোয়ালিয়া গ্রামে। সকালে নিহত ওই গ্রামের দিলীপ বিশ্বাস ও তার স্ত্রী সাধনা রানীর মরদেহ গ্রামে পৌঁছালে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

কান্নায় ভেঙে পড়ে স্বজন ও প্রতিবেশীরা।  

সকালে মরদেহ আনার পর তাদের শ্রদ্ধা জানানোর জন্য বাড়িতে রাখা হয়। মরদেহ বাড়িতে আসার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুন্ডু নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেখানে হাজির হন। সৎকারসহ অন্যান্য কাজের জন্য আর্থিকভাবে সহযোগিতা করেন। দুপুর ১২টার দিকে বোয়ালিয়া গ্রামের শ্মশান ঘাটে তাদের শেষকৃত্য কাজ শুরু হয়।

বুধবার (২ এপ্রিল) লোহাগাড়া চুনিত জাঙ্গালিয়া এলাকায় বাস-মাইক্রেবাস সংঘর্ষে নিহত ১০ জনের মধ্যে স্বামী-স্ত্রী দু’জনের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বোয়ালিয়া গ্রামে।  

নিহতরা হলেন দিলীপ বিশ্বাস ও তার স্ত্রী সাধনা রানী। দিলীপ বিশ্বাসের ঢাকায় একটি বাইং হাউজ আছে। এবারের ঈদে লম্বা ছুটি হওয়ায় পরিবার পরিজন নিয়ে একটি মাইক্রোবাস যোগে তিনি চট্টগ্রাম যাচ্ছিলেন ছুটি কাটাতে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।