ঢাকা: স্বস্তির ঈদের চতুর্থ দিনে রাজধানীর পুরান ঢাকার লালবাগ কেল্লায় বিনোদন প্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তীব্র তাপদাহ উপেক্ষা করে পরিবার পরিজন নিয়ে নগরবাসী ছুটে এসেছে মুঘল আমলের ঐতিহাসিক এ স্থাপনায় সময় কাটাতে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সরেজমিনে দেখা গেছে, টিকেট কাউন্টার এবং প্রবেশমুখে দীর্ঘলাইন পার হয়ে দর্শনার্থীরা লালবাগ কেল্লায় প্রবেশ করছেন। দেশি দর্শনার্থীদের পাশাপাশি কয়েকজন বিদেশি দর্শনার্থীর দেখা মিলেছে শত শত বছরের পুরাতন এ মুঘল দুর্গে।
ঢাকায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত ঘোষিত এ স্থাপনায় পুরাকীর্তির মধ্যে রয়েছে তিনতলা বিশিষ্ট লালবাগ দুর্গের দক্ষিণ-পূর্ব তোরণ, তিন গম্বুজ বিশিষ্ট লালবাগ দুর্গ মসজিদ, হাম্মাম ভবন ও পরিবিবির মাজার।
পুরাকীর্তির বাইরে রয়েছে লালবাগ দুর্গ জাদুঘর পুকুর, পুকুর, পানির ট্যাংক, সুউচ্চ দেয়াল ইত্যাদি।
ঈদের ছুটির চতুর্থদিনে ঐতিহাসিক এ স্থাপনা দেখতে টঙ্গী থেকে পরিবার নিয়ে এসেছেন আকবর হোসেন। তিনি জানান, অনেক দিন থেকে ছেলে ও মেয়ের ইচ্ছা লালবাগ কেল্লা দেখেবেন। তাই ঈদের ছুটির সুযোগে লালবাগ কেল্লায় সময় কাটাতে এসেছেন। খোলা মেলা সবুজ চত্বরে ঐতিহাসিক স্থাপনা দেখে বাচ্চারা খুশি হয়েছেন।
তাপদাহে কিছু অস্বস্তি লাগলেও তিন সন্তানকে পুরান ঢাকায় ঘুরতে আসা রামপুরার ব্যবসায়ী আফজাল খান বলেন, গরম কিছুটা বেশি। তারপরেও বাচ্চাদের নিয়ে বের হয়েছি। কারণ সারা বছর সময় পাই না। তাই ছুটিতে মুঘল আমলের এ সব স্থাপনা দেখাতে এসেছি।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৫
ইএস/জেএইচ