ঢাকা, শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১, ০৪ এপ্রিল ২০২৫, ০৫ শাওয়াল ১৪৪৬

জাতীয়

জামালপুরে নৌকাডুবিতে একজনের মৃত্যু, নিখোঁজ দুই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৫
জামালপুরে নৌকাডুবিতে একজনের মৃত্যু, নিখোঁজ দুই

জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ দুইজনকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

 

বৃহস্পতিবার (০৩ এপ্রিল) সকালে উপজেলার কুলকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত বিল্লাল মণ্ডল ইসলামপুর উপজেলার কুলকান্দি মধ্যপাড়া গ্রামের সামছুল মণ্ডলের ছেলে। নিখোঁজ দুইজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, সকালে উপজেলার কুলকান্দি জিরো পয়েন্ট থেকে চর কুলকান্দির উদ্দেশ্যে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা যাত্রা শুরু করে। মাঝপথে নৌকা ডুবে গেলে অন্যরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ৪ ঘণ্টা চেষ্টায় বিল্লাল মণ্ডল নামে একজনের মরদেহ উদ্ধার করে।  

ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মূলত নৌকায় অতিরিক্ত যাত্রী ওঠায় এ ঘটনা ঘটেছে। নিখোঁজ দুজনকে উদ্ধারে কাজ করছে ডুবুরি দল

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।