ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

বাড়তি ভাড়া নিয়ে জরিমানা গুনল হানিফ পরিবহন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২২, এপ্রিল ৩, ২০২৫
বাড়তি ভাড়া নিয়ে জরিমানা গুনল হানিফ পরিবহন রাজশাহী মহাসড়কে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

রাজশাহী: ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রাজশাহীতে হানিফ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহীর শিবপুরে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে একটানা অভিযান পরিচালিত হয়।

বিআরটিএ এর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিনের ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে এ অভিযান চলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন সাংবাদিকদের জানান,‌‌ অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী হনিফ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কারণ তাদের টিকিটের গায়ে লেখা আছে ৮২০ টাকা। কিন্তু (দূরত্ব অনুসারে বিআরটিএর নিয়ম অনুযায়ী) নন-এসি ভাড়া হবে ৬৯০ টাকা।

তিনি বলেন, বাড়তি ভাড়া নেওয়া ছাড়াও অনেক যাত্রীর কাছে থেকে ৯০০ টাকা থেকে হাজার টাকা ভাড়া নেওয়া হচ্ছে। সাধারণ যাত্রীরা বিপাকে পড়ে বাড়তি ভাড়া দিতে বাধ্য হচ্ছেন। এ বিষয়ে হানিফ পরিবহনের কাউন্টারের দায়িত্বরতদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সরাসরি অস্বীকার করেছে।

তাই নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন হানিফ পরিবহনের চারটি গাড়িকে সড়ক পরিবহন আইনের ২০১৮ এর ৩৪ ও ১০২ ধারার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এর আগে ভাড়ার চার্ট না টাঙানো ও বেশি ভাড়া নেওয়ায় অভিযোগে হনিফ পরিবহনকে সতর্ক করা হয়েছিল।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের বাইরে রাজশাহী-ঢাকা মহাসড়কে দুর্ঘটনা রোধে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও কাগজপত্র তল্লাশি করে বিআরটিএ।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৫
এসএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।