ঢাকা, শনিবার, ২২ চৈত্র ১৪৩১, ০৫ এপ্রিল ২০২৫, ০৬ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ব্যাংককে ড. ইউনূস-নরেন্দ্র মোদীর বৈঠক শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৫
ব্যাংককে ড. ইউনূস-নরেন্দ্র মোদীর বৈঠক শুরু

ঢাকা: ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের বৈঠক চলছে।

শুক্রবার(৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলনে এ দ্বিপাক্ষীয় বৈঠকে বসেন তারা।

প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তা নিশ্চিত করেছেন।  

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মত অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে।  বাংলাদেশ ও ভারতের কোটি কোটি মানুষের দৃষ্টি থাকবে এ বৈঠকের দিকে। দুই প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে রাজনীতি, অর্থনীতির পাশাপাশি ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে আলোচনা হয় কি না তা জানার আগ্রহ সবার।

বিমসটেক সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গতকাল বৃহস্পতিবার ব্যাংকক যান।  এই দিন সকালে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্য যাত্রা করে ।

আজ ৪ এপ্রিল প্রধান উপদেষ্টার ঢাকায় ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়  ১২২৫ ঘণ্টা, এপ্রিল ৪ , ২০২৫
এসকে/এমইউএম/এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।