ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় খালের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৪:০৯ পিএম, এপ্রিল ৪, ২০২৫
কুষ্টিয়ায় খালের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর প্রতীকী ছবি

কুষ্টিয়ার মিরপুরে গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের প্রধান খালে গোসল করতে গিয়ে আব্দুল্লাহ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কাজী আরেক সড়ক সংলগ্ন জিকে ক্যানেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ ওই এলাকার ফকরুল আহম্মেদের ছেলে এবং আমলা হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী ছিল।  

প্রতক্ষদর্শীরা জানান, দুপুরে জুমার নামাজের জন্য বাড়ির পার্শ্ববর্তী জিকে ক্যানেলে গোসল করতে যায় আব্দুল্লাহ। পরে পানিতে ডুবে গেছে এমন সংবাদে স্থানীয়রা তাকে পানি থেকে অচেতন অবস্থায় তুলে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

কচুবাড়িয়া জামে মসজিদের ইমাম ও আব্দুল্লাহর দাদা সিরাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৫
এসআরএস

বাংলাদেশ সময়: ৪:০৯ পিএম, এপ্রিল ৪, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।