ঢাকা: জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
রোববার (৬ এপ্রিল) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এই র্যালির সহযোগিতা করে জাতীয় ক্রীড়া পরিষদ। এ ছাড়া আরো অংশগ্রহণ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, ক্রীড়া পরিদপ্তর, বাংলাদেশ টেনিস ফেডারেশন, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন, বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন, বাংলাদেশ আর্চারি ফেডারেশন. বাংলাদেশ মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনসহ আরো অনেক ক্রীড়া সংগঠন।
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত র্যালির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, অতিরিক্ত সচিব (কো-অর্ডিনেটর, তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন বিষয়ক) মুহম্মদ হিরুজ্জামান প্রমুখ।
ওসমানী স্মৃতি মিলনায়তনের গেটে সকাল সোয়া ৯টায় বেলুন ও পায়রা উড়িয়ে র্যালির উদ্বোধনের পর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঘোড়ার গাড়ি ও ব্যান্ড পার্টিসহ র্যালি নিয়ে গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে যান। সেখানে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। সেটি উদ্বোধন শেষে তিনি সেখানে বসে কিছুক্ষণ খেলা উপভোগ করেন।
বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৫
এসসি/আরবি