ঢাকা, মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৮ এপ্রিল ২০২৫, ০৯ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ভোলায় পুকুরের পানিতে ভাসছিল ২ শিশুর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
ভোলায় পুকুরের পানিতে ভাসছিল ২ শিশুর মরদেহ প্রতীকী ছবি

ভোলা সদরের চরসামাইয়া ইউনিয়নে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৬ এপ্রিল) দুপুরে ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- ওই ওয়ার্ড এলাকার বাসিন্দা ইয়াছিনের মেয়ে তামান্না (১৩) ও মহিউদ্দিনের ছেলে তানজিল (৮)।  

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের লোকজনের অজান্তে তামান্না ও তানজিল বাড়ির পুকুর পাড়ে খেলা করতে যায়। এদিকে বাড়িতে দুই শিশুকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। এক পর্যায়ে ওই পুকুরের পানিতে নিথরাবস্থায় ভাসমান শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।  

ভোলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ডিআইও) খায়রুল কবির বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করে জানান, নিহত দুই শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।