ঢাকা, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩২, ১৭ এপ্রিল ২০২৫, ১৮ শাওয়াল ১৪৪৬

জাতীয়

জামালপুরে ইউএনওর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, পুলিশকে তদন্তের নির্দেশ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৫
জামালপুরে ইউএনওর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, পুলিশকে তদন্তের নির্দেশ  উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন এক ভুক্তভোগী।  

মামলায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববিসহ তিন কর্মকর্তাকেও আসামি করা হয়েছে।

সোমবার (০৭ এপ্রিল) শেরপুরের সি আর আমলি আদালতে মামলাটি দায়ের করেন মোহাম্মদ গোলাপ হোসেন নামে এক ব্যক্তি।

মামলার বিবরণে জানা গেছে, ১৩ জুন ২০২৫ সালে নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে ২৫ হাজার ঘনফুট বালু বাদী গোলাপ হোসেন সরকারি কোষাগারে নিলামের টাকা দিয়ে ক্রয় করেন। তৎকালীন নালিতাবাড়ী নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা ওই বালু বাদীর কাছে বুঝিয়ে দিতে টালবাহানা শুরু করেন। একপর্যায়ে ৬ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে বাদী তার অভিযোগে উল্লেখ করেছেন। পরে বাদী গোলাপ হোসেন টাকা দিতে রাজি না হলে তাকে নিলামের বালু নিয়ে হয়রানি শুরু করেন। এমতাবস্থায় বাদী গোলাপ হোসেন জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেও কোনো সুরাহা পাননি বলে জানান।  

পরে নির্বাহী কর্মকর্তা বদলিজনিত কারণে জামালপুরের বকশীগঞ্জে চলে গেলে বর্তমান নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি ও সহকারী কমিশনার ভূমি আনিসুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার যোগসাজশে বালু বুঝিয়ে না দিয়ে নিলামকৃত বালু বিক্রি করে দেন বলে মামলায় অভিযোগ করেন।  

আদালত মামলাটি আমলে নিয়ে অতিরিক্ত পুলিশ সুপারকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে বাদীপক্ষের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জাহিদুল হক আধার জানান, আসামিরা পরস্পর যোগসাজশে ৬ লাখ টাকা চাঁদা দাবির উদ্দেশ্যে আমার মক্কেল গোলাপ হোসেনকে হয়রানি করে আসছিল। এ ঘটনায় আমার মক্কেল আজ আদালতে মামলাটি দায়ের করেন। আমরা এ বিষয়ে আদালতে ন্যায় বিচার পাব বলে আশা করছি।  

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।