পাবনার ঈশ্বরদী উপজেলায় ট্রাকচাপায় হান্নান মালিথা (৫৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হান্নান একই উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের সৈয়দ আলী মালিথার ছেলে। তিনি পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকাল মেয়ের বাড়ি থেকে রওনা হয়ে নিজ গ্রাম বাবুলচারা গ্রামে ফিরছিলেন হান্নান। পথে বাবুলচারা তালতলা এলাকায় ট্রাকচাপায় ঘটনাস্থলেই হান্নানের মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কোনো অভিযোগ না থাকায় পরিবার ও স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫
এসআরএস