সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জাহিদুল ইসলাম টিক্কা (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
বুধবার (৯ মার্চ) বিকেল ৪টার দিকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে দুপুর ২টার দিকে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউপি এলাকায় ওভারপাসের শেষ মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদুল হাটিকুমরুল ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও চড়িয়া কান্দিপাড়া গ্রামের বাসিন্দা।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ এতথ্য নিশ্চিত করে জানান, মোটরসাইকেলযোগে হাটিকুমরুল ইউপি এলাকা থেকে সময় ওভারপাসের শেষ মাথায় পৌঁছালে অজ্ঞাতনামা একটি বাসচাপায় ওই ইউপি সদস্যসহ মোটরসাইকেলের দুজন আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় ইউপি সদস্য জাহিদুলকে বগুড়ায় শজিমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫
এসআরএস