গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় ঝুট অগ্নিকাণ্ড ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
বুধবার (৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় প্রথমে টিনশেডের একটি ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশের আরও দুটি গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঝুটের তিনটি গুদাম ও ঝুট এবং মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫
আরএস/আরআইএস