ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত ১

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় অমল চন্দ্র দাস (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন৷

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার তালোড়া ইউনিয়নের মিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।  

অমল চন্দ্র দাসের বাড়ি বগুড়া দুপচাঁচিয়া উপজেলার ফেপিড়া গ্রামে।

জানা গেছে, দুপুর ১২টার দিকে অটোভ্যানে করে মিয়াপাড়ার ওপর দিয়ে যাচ্ছিলেন অমল। এসময় ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি৷ 

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
কেইউএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।