ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে দুই পক্ষের গোলাগুলি, কাঁকড়া ধরতে গিয়ে যুবক গুলিবিদ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
সুন্দরবনে দুই পক্ষের গোলাগুলি, কাঁকড়া ধরতে গিয়ে যুবক গুলিবিদ্ধ

খুলনা: সুন্দরবনের এক এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির কবলে পড়ে জাহিদ হাসান (২৭) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাহিদ হাসান খুলনার দাকোপ উপজেলার দাকোপ এলাকার বাসিন্দা। তার বাবার নাম আইয়ুব আলী।

হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে সুন্দরবনের এক এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় জাহিদ হাসান গুলিবিদ্ধ হন। তিনি কাঁকড়া ধরার কাজে সেখানে গিয়েছিলেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে শুক্রবার (১১ এপ্রিল) সকালে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। তার দুই পায়েই গুলি লেগেছে ।

খুলনা জেলা পুলিশ সুপার (এসপি) টি এম মোশাররফ হোসেন জানান, এ বিষয়ে কিছুই জানেন না তিনি।

খুমেক হাসপাতালের সার্জারি ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার ডা. মাখদুম জাহান রানা বলেন, গুলিবিদ্ধ জাহিদ হাসানের অবস্থা আশঙ্কামুক্ত। তিনি প্রিজন সেলে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।