ঢাকা: ইসরায়েলিদের বর্বরতায় নিপীড়িত ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে আজ শনিবার (১২ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। সেই কর্মসূচির প্রস্তুতি হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে মঞ্চ তৈরির কাজ।
শুক্রবার (১১ এপ্রিল) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মুনসুর বাংলানিউজকে নিরাপত্তার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের উপস্থিতির কথা নিশ্চিত করেন।
তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ দায়িত্ব পালন করছেন। ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি জন্য সেখানে মঞ্চ তৈরির কাজ করছে। মঞ্চ ও এর আশপাশে পর্যাপ্ত পুলিশ উপস্থিত আছে। নিরাপত্তার জন্য পুলিশের সংখ্যা ভোরের দিকে আরও বাড়বে।
সোহরাওয়ার্দী উদ্যানের মঞ্চ তৈরির স্থানে পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা নিজেও ঘুরে গেছেন এবং সার্বিক পরিস্থিতির খবর নিয়েছেন বলে জানা গেছে।
এদিকে বিভিন্ন সংগঠনের আয়োজনে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে বিএনপি। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশগ্রহণ করবে দলটি।
শুক্রবার (১১ এপ্রিল) রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট’ নামে একটি প্লাটফর্ম থেকে এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। বিএনপি ছাড়াও ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সমর্থন জানিয়ে ইতোমধ্যে অনেকেই অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। এরমধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী ও শায়খ আহমদুল্লাহ, নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন, নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম, মুফতি হারুন ইজহার, ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, মুফতি কেফায়াতুল্লাহ কাশফি, মুফতি দেলোয়ার হোসাইন, মাহমুদুল হাসান সোহাগ, ক্রিকেটার নাহিদ রানা, উপস্থাপক আর যে কিবরিয়া। এতে মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক।
বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
এজেডএস/এসএএইচ