ঢাকা: ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগদান করতে বিভিন্ন জেলা থেকে ট্রেনযোগে ঢাকায় প্রবেশ করেছে হাজার হাজার মানুষ। কমলাপুর রেলস্টেশন থেকে একটি সূত্র জানায়, গতকাল শুক্রবার রাত থেকে আজ দুপুর পর্যন্ত যত ট্রেন ঢাকার কমলাপুর রেলস্টেশনে পৌঁছেছে সব ট্রেনে লোকজন বোঝাই ছিল।
শনিবার (১২ এপ্রিল) দুপুর দুইটার দিকে ঢাকার রেলওয়ে থানা (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বাংলানিউজের কাছে এসব তথ্য দেন।
তিনি বলেন, গতকাল রাত থেকে আজকে দুপুর পর্যন্ত যত ট্রেন কমলাপুর স্টেশনে এসে পৌঁছেছে সব ট্রেনেই বোঝাই ছিল মুসল্লিসহ নানা পেশার মানুষ। তাদের একটাই উদ্দেশ্য ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগদান। কমলাপুর রেলস্টেশনে ট্রেন থেকে নামার পরপরই তারা জড়ো হয়ে হাতে ফিলিস্তিনি পতাকা নিয়ে মিছিল করতে করতে স্টেশন ত্যাগ করেন।
কমলাপুর রেলস্টেশন থেকে অপর একটি সূত্র জানায়, গতকাল রাত থেকে আজকে দুপুর পর্যন্ত যতগুলো ট্রেন ঢাকার কমলাপুর রেলস্টেশনে এসে থেমেছে, সব ট্রেনেই বোঝাই ছিল, কোথাও খালি ছিল না। এমনকি ছাদেও শত শত লোক ছিল।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
এজেডএস/এসএএইচ