ঢাকা, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

‘বিশ্ব মুসলিম ঐক্য ধরো ফিলিস্তিন স্বাধীন কর’ স্লোগানে পুরান ঢাকায় মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
‘বিশ্ব মুসলিম ঐক্য ধরো ফিলিস্তিন স্বাধীন কর’ স্লোগানে পুরান ঢাকায় মিছিল ‘মার্চ ফর গাজা’র উদ্দেশে পুরান ঢাকা থেকে বের হলো মিছিল

ঢাকা: রাজধানীর সড়কে আজ নেই তেমন যানবাহন; তবে আছে প্রতিবাদী মানুষের মিছিল। আজ শনিবার রাজধানীর পুরান ঢাকা থেকে মিছিল বের হতে দেখা যায়।

স্লোগানে মুখরিত হয় রাজপথ - ‘বিশ্ব মুসলিম ঐক্য ধরো ফিলিস্তিন স্বাধীন কর, তেরা-মেরা রিশতা লা ইলাহা ইল্লাল্লাহ। ’

শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টা বিশ মিনিটের দিকে পৃথক পৃথক মিছিলের পাশাপাশি পুরান ঢাকার থেকে একটি বড় মিছিল চানখারপুল সড়ক জাতীয় শহীদ মিনার হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যেতে যেতে এ স্লোগান দিচ্ছিল। এই সময় রাস্তায় যানবাহন একেবারে ছিল না বললেই চলে।

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগদান করতে হাজার হাজার মানুষ পুরান ঢাকা থেকে ওই সড়ক দিয়ে পৃথক পৃথক মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে অগ্রসর হতে থাকে। এই মিছিলে হ্যান্ড মাইকে পুরান ঢাকার কিছু উর্দুভাষীর মানুষ স্লোগান দিতে থাকেন - ‘তেরা মেরা রিশতা, লা ইলাহা ইল্লাল্লাহ’।

ছবি: বাংলানিউজ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি দিয়েছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্ম।  
শনিবার (১২ এপ্রিল) বিকাল ৩ টায় সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই শুরু হয় নানান শ্রেণি-পেশার মানুষের আগমন। হাতে ফিলিস্তিনি পতাকা মাথায় ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদের ছোট ব্যানার বেঁধে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করতে দেখা যায় তাদের। সেই প্রতিবাদী মিছিল এখনো সড়কে অব্যাহত থাকলেও সড়কে নেই যানবাহন।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
এজেডএস/এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।