ঢাকা, সোমবার, ১ বৈশাখ ১৪৩২, ১৪ এপ্রিল ২০২৫, ১৫ শাওয়াল ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গাদের ফেরাতে বৈশ্বিক সহযোগিতার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
রোহিঙ্গাদের ফেরাতে বৈশ্বিক সহযোগিতার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনসহ অন্যরা।

ঢাকা: রোহিঙ্গাদের ফেরাতে বৈশ্বিক ও আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।  

শনিবার (১২ এপ্রিল) তুরস্কের আন্তালিয়া কূটনীতি ফোরামের-এডিএফ সাইড লাইনে এক প্যানেল আলোচনায় তিনি এই আহ্বান জানান।

‘জোরপূর্বক স্থানচ্যুতি এবং আন্তর্জাতিক দায়িত্ব’ শীর্ষক এক প্যানেল আলোচনায় অংশ নেন এম তৌহিদ হোসেন। প্যানেল আলোচনায় আরও বক্তব্য দেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্টের মহাপরিচালক মাইকেল স্পিন্ডেলেগার ও ফরেন পলিসি রিসার্চের পরিচালক মুরাত ইয়েসিলতাস।

অনুষ্ঠান সঞ্চালনা করেন টিআরটি ওয়ার্ল্ডের এন্ডা ব্র্যাডি। প্যানেল আলোচনায় উপদেষ্টা রোহিঙ্গা সংকটের উৎপত্তি সম্পর্কে একটি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি প্রদান করেন। এ ছাড়া তিনি আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ ঘটনাবলীর ওপর এই সংকটের প্রভাব নিয়ে আলোচনা করেন। তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের তাদের আবাসস্থলে নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবাসনের জন্য বৈশ্বিক ও আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানান।

আলোচনার সময় উপদেষ্টা বলেন, বৈধ অভিবাসন প্রক্রিয়া নিয়মিতকরণ সীমান্ত অতিক্রমের অনিয়মিত প্রবণতা রোধ করবে।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।