ঢাকা, সোমবার, ১ বৈশাখ ১৪৩২, ১৪ এপ্রিল ২০২৫, ১৫ শাওয়াল ১৪৪৬

জাতীয়

মেঘনা আলমের গ্রেপ্তার প্রক্রিয়া সঠিক ছিল না: আইন উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
মেঘনা আলমের গ্রেপ্তার প্রক্রিয়া সঠিক ছিল না: আইন উপদেষ্টা আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

ঢাকা: মডেল মেঘনা আলমের গ্রেপ্তার প্রক্রিয়া সঠিক ছিল না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রোববার (১৩ এপ্রিল) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আসিফ নজরুল বলেন, তাকে ডিটেনশন দেওয়া হয়েছিল। এটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। শুধু একটা জিনিস বলতে চাই, আমরা উচ্চপর্যায়ে মিটিং করেছি। এই ব্যাপারে বিভিন্ন মানবাধিকারের বক্তব্য, আমরা সচেতন আছি। আমি শুধু এটুকু বলতে পারি, মডেল মেঘনা আলমের ব্যাপারে কিছু তদন্ত করছে পুলিশ।  

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে। তাকে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে স্পেশাল পাওয়ারস অ্যাক্ট সেটা সঠিক ছিল না। তার যদি কোনো অপরাধ থাকে সেই অপরাধের পরিপ্রেক্ষিতে যথাযথভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে। এটা আমরা স্বীকার করছি যে গ্রেপ্তারি প্রক্রিয়াটা ঠিক ছিল না। গ্রেপ্তারের প্রক্রিয়া ঠিক ছিল না তার মানে তার বিরুদ্ধে কোনো অপরাধের আলামত বা অভিযোগ নেই এটা না, সে রকম কিছু আছে সেটার পরিপ্রেক্ষিতে করণীয় কী আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে এবং উপযুক্ত ব্যবস্থা নেবে।

বিশেষ ক্ষমতা আইন রোহিত করার কথা বিভিন্ন সময় বলা হচ্ছে উল্লেখ করে মেঘনা ও চারুকলার দুটি মামলা বিশেষ ক্ষমতা আইনে করা হয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা বলেন, আমি তো প্রথমেই বললাম বিশেষ ক্ষমতা আইনের প্রয়োগ পদ্ধতিটা সঠিক ছিল না। আর বিশেষ ক্ষমতা আইন ও অন্যান্য আইনের ব্যাপারে আমরা বিচার বিভাগের যে সংস্কার কমিশনের রিপোর্ট আছে তার জন্য অপেক্ষা করেছি। আপনারা জানেন রাজনৈতিক ঐকমত্য তৈরির আলাপ হচ্ছে, রাজনৈতিক ঐকমত্য তৈরি করা প্রয়োজন। ধরেন বিশেষ ক্ষমতা আইন বাতিল করে দিলাম তারপর পলিটিক্যাল গভর্নমেন্ট এসে আমাদের সিদ্ধান্ত বাতিল করে দিল। লাভ আছে কোনো। কথা বলে নেই, দু-এক মাসের জন্য লোক দেখানো করে লাভ কী বলেন।  

মডেল মেঘনা সম্পর্কে আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, গ্রেপ্তারের প্রক্রিয়া ঠিক ছিল না বলেছি, আমি আর অন্য কিছু বলিনি। আমাদের কাজের ভুল হলে আমরা স্বীকার করি। এই যে আমি বললাম গ্রেপ্তার করার প্রক্রিয়াটা সঠিক ছিল না এগুলো কী আপনারা আগে শুনতেন।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
এসকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।