পাবনা, (ঈশ্বরদী): পশ্চিমাঞ্চল রেলওয়ে জোনের পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় গাজীপুরে সালনায় আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুতের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) বিকেলে পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) আহসান জাবীর বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দুপুর আড়াইটার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের গাজীপুর- জয়দেবপুর রেলস্টেশনের মধ্যবর্তী সালনায় এ ঘটে।
তদন্ত কমিটিতে পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহণ কর্মকর্তা (ডিটিও) হাসিনা খাতুনকে আহ্বায়ক করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন পাকশী বিভাগীয় রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল, যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) রবিউল ইসলাম।
তদন্ত কমিটির সদস্য, পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-২ বীরবল মণ্ডল বাংলানিউজকে জানান, দুপুর আড়াইটার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের পিছনে থাকা লাগেজ ভ্যানের চারটি চাঁকা লাইনচ্যুত হয়। এতে উত্তর-দক্ষিণাঞ্চলের সাথে রাজধানী ঢাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) আহসান জাবীর বাংলানিউজকে জানান, বগি লাইনচ্যুতের ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা (ডিটিও) হাসিনা খাতুনকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে তদন্ত কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
ডিআরএম আহসান জাবীর আরও বলেন, ঈশ্বরদী লোকোমোটিভ ও ডিজেল কারখানা থেকে রিলিফ ট্রেন দুর্ঘটনাকবলিত স্থানে রওয়ানা হয়েছে। কাজ শেষ করে রেললাইন সচল করতে প্রায় তিন ঘণ্টা সময় লাগবে।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
এএটি