ঢাকা: পহেলা বৈশাখে নিরাপত্তার স্বার্থে দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে মেট্রোরেলের শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন।
রোববার (১৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বার্তায় বলা হয়, বাংলা নববর্ষ ১৪৩২ সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে জননিরাপত্তার স্বার্থে আগামী ১৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ মেট্রোরেল স্টেশনে দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে।
গুরুত্বপূর্ণ এ স্টেশন দুইটি অর্ধবেলা বন্ধ থাকার জন্য আন্তরিকভাবে দুঃখও প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
পহেলা বৈশাখে নববর্ষকে বরণ করতে সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে আনন্দ শোভাযাত্রা বের হবে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
এসসি/আরআইএস