ঢাকা: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান বলেছেন, কোনো পক্ষের হস্তক্ষেপ ছাড়াই অন্তর্বর্তী সরকার যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে সক্ষম। এছাড়া ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা প্রত্যাবাসনের খবর সঠিক বলেও মন্তব্য করেন তিনি।
রোববার (১৩ এপ্রিল) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
'চীন-বাংলাদেশ সম্পর্ক পুনর্মূল্যায়ন: প্রধান উপদেষ্টার যুগান্তকারী সফর' -শীর্ষক এক সেমিনারের আয়োজন করে সাউথ এশিয়ান ইনস্টিটিউট ফর পলিসি অ্যান্ড গভর্নেন্স ও চায়না-সাউথ এশিয়া সেন্টার ফর সোসিওকালচারাল স্টাডিজ-সিএসসিএসএস।
সেমিনারে প্রধান অতিথি ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশ ও চীনের ৫০ বছর পূর্তি ও প্রথম দ্বিপক্ষীয় সফর হিসেবে প্রধান উপদেষ্টার চীন সফর ছিলো খুব গুরুত্বপূর্ণ। এ সফরে উষ্ণ ও আন্তরিকতা দেখিয়েছে চীন।
তিনি বলেন, কেউ কেউ সংশয় প্রকাশ করেন যে, বর্তমান অন্তর্বর্তী সরকার যে বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম কি না। আমি বলতে পারি, কোনো পক্ষের হস্তক্ষেপ ছাড়াই অন্তর্বর্তী সরকার যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে সক্ষম।
তিনি আরও বলেন, মিয়ানমারের সঙ্গে বৈঠকে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা প্রত্যাবাসনের খবর সঠিক কি না সামাজিক মাধ্যমে কেউ কেউ প্রশ্ন তুলছেন। আমি বলবো, খবরটি সঠিক।
সেমিনারে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশিদের জন্য চীনের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি বলেন, প্রধান উপদেষ্টার চীন সফর একটি মাইল ফলক। আমাদের সম্পর্ক দুই দেশের মধ্যে। চীন শুধু কোনো নির্দিষ্ট সরকার ও দল নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক চায়।
সেমিনারে সাবেক রাষ্ট্রদূত সুফিউর রহমান বলেন, বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে চীনের সহায়তা চেয়ে আসছে। আমরা আশা করছি, রাখাইনে শান্তি- স্থিতিশীলতা ও রোহিঙ্গাদের ফেরাতে চীন ভূমিকা রাখবে।
সেমিনারে আরো বক্তব্য রাখেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ নূরুজ্জামান, আন্তর্জাতিক বিশ্লেষক সৈয়দ শাহনেওয়াজ মহসিন।
সেমিনারে সভাপতিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি আব্দুল হান্নান চৌধুরী।
বাংলাদেশ সময়: ২৩৫৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
টিআর/জেএইচ