ঢাকা: আবহমান কাল থেকে বাংলা নববর্ষের অন্যতম অনুষঙ্গ বৈশাখী মেলা। গ্রাম বাংলায় নিয়ম করে এই মেলার আয়োজন করা হলেও শহরে খুব একটা দেখা যায় না।
সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর বিভিন্ন সড়কে এমন ছোট ছোট বৈশাখী মেলা দেখা যায়।
সরেজমিনে ঘুরে দেখা যায়, রাজধানী শাহবাগ থেকে কাটাবন সড়কে, রমনা পার্কের সামনে, দোয়েল চত্বর, মৎস্য ভবন এলাকার সড়কগুলোতে বিভিন্ন ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। টমটম, হাতপাখা, চরকি, পুতুলসহ বিভিন্ন ধরনের কারু ও হস্তশিল্পের পণ্য মিলছে সেসব দোকানে। নববর্ষ পালনে বের হওয়া মানুষজন সেসব পণ্য দেখছেন, কিনছেন। সবচেয়ে আগ্রহী দেখা যায় শিশুদের।
রাজধানীর বাড্ডা থেকে শাহবাগ শোভাযাত্রা দেখতে আসা আমির হোসেন বলেন, গ্রামে পহেলা বৈশাখে এমন মেলা দেখা যায়। ঢাকায় বড় কোনো মেলা হয় না। সড়কে ছোট ছোট দোকান বসে। এতে গ্রামের অনুভূতি পাওয়া যায়।
আশিকুর রহমান নামে একজন বলেন, আবহমান কাল থেকে নববর্ষের সঙ্গে যুক্ত বৈশাখী মেলা। শহর জীবনে বিভিন্ন মাঠে এ ধরনের মেলা বসে। সকাল বেলা সড়কগুলোতেও ছোট ছোট জটলা করে দোকান বসে। শিশুরা এসব দোকানে গ্রাম বাংলার বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে পারে। তারা অনেক খুশিও হয়।
বগুড়ার খোলা গ্রাম থেকে খেলনা নিয়ে এসেছেন জুয়েল ও সানোয়ার। তারা বাঁশি, মাটির গাড়ি, টমটম নিয়ে এসেছেন। তারা বলেন, পহেলা বৈশাখ ও ঈদের সময় আমরা ঢাকা আসি। এতে ভালো আয় হয়।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৫
এসসি/আরবি