সাভার, (ঢাকা): সাভারের আশুলিয়ায় ‘ঢাকা থাই অ্যালুমিনিয়াম’ নামের একটি কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট কারখানার আগুন নেভাতে যায়।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার নরসিংহপুরের বুড়িপাড়া এলাকার এই কারখানায় এ আগুনের সূত্রপাত হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আশরাফ বাংলানিউজকে বলেন, বিকেল ৫টা ৩২ মিনিটে এই কারখানায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
এএটি