ঢাকা: রাজধানীর ধানমন্ডি থানার জিগাতলা এলাকায় প্রাইভেটকার পার্কিং করায় চাঁদা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক আশরাফুল ইসলামকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সোয়া ১টায় ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
ওসি আলী আহমেদ মাসুদ বলেন, অভিযুক্ত আশরাফুল ইসলামকে আটক করেছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে ধানমন্ডির জিগাতলা এলাকায় এ চাঁদাবাজির ঘটনা ঘটে।
এর আগে, ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবক রসিদ দিয়ে চাঁদা আদায় করছেন। এসময় প্রাইভেটকারের মালিকের সঙ্গে তর্কাতর্কি হয় ওই যুবকের।
ভিডিওতে দেখা যায়, প্রাইভেটকারে বসা এক ব্যক্তি ওই যুবককে মাস্তানি করার বিষয়ে প্রশ্ন করেন। উত্তরে ওই যুবক বলেন, ‘হ করতাছি, কোনো সমস্যা?’ এসময় পাশে প্রাইভেটকারের মালিকের স্ত্রী ওই যুবকের নাম জানতে চান। উত্তরে যুবক বলেন, ‘নাম দিয়ে কী হবে?’
ভিডিওতে আরও দেখা যায়, প্রাইভেটকারের মালিক বলছেন, রাস্তার ওপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম। এরপর আমি দেখতেছি।
ভিডিও করতে দেখতে পেয়ে ওই যুবক চুল নাড়িয়ে বলেন, চেহারাটা সুন্দর করে আইছে। একটা চুলও বাকা করতে পারবা না।
বাংলাদেশ সময়: ০২৪৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
এমএমআই/এসআই