ফরিদপুরে বাস উল্টে সাতজন নিহত হওয়ার ঘটনায় বাসচালক সুমন গাজীকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে তাকে আদালতে নেওয়া হয়। এর আগে সোমবার বিকেলে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই তাকে ভাঙ্গা হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়। র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বাসচালক সুমন গাজী ফরিদপুরের নগরকান্দা উপজেলা শংকরপাশা গ্রামের শুকুর গাজীর ছেলে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ঘটনার পরদিন নিহত ফজিরন নেছার (৬০) ছেলে মো. রুবেল মিয়া ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ফজিরন নেছা তার মেয়ের বাড়ি নগরকান্দা থেকে নিজের বাড়ি ফরিদপুরে যাওয়ার উদ্দেশে মুকসুদপুর বাসস্ট্যান্ডে ফারাবি এক্সপ্রেসের বাসে ওঠেন। পরে মহাসড়কের জোয়াইর মোড় এলাকায় এলে চালক সুমন গাজীর বেপরোয়া গতির কারণে বাসটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায় এবং ফজিরন নেছাসহ সাতজন নিহত হন।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
আরএ