ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

আড়াইহাজার থানার ওসির বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪২, এপ্রিল ১৬, ২০২৫
আড়াইহাজার থানার ওসির বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেনের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ মহাপরিদর্শকের কাছে ডাকযোগে অভিযোগ দেওয়া হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) অভিযোগপ্রদানকারী মো. সালাহউদ্দিন ও আনোয়ারা আক্তার বেবী সাংবাদিকদের এ কথা জানান ও অভিযোগের কপি প্রদান করেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) মো. সালাউদ্দিন মোল্লা নামে ওই ব্যক্তি এ অভিযোগ প্রদান করেন।

এ সময় অভিযোগে তিনি জানান, এসএসসি পরীক্ষা যখন চলমান এমন সময়ে গত ১১ এপ্রিল শুক্রবার উপজেলার মাহমুদপুর ইউনিয়নরে শ্যামলদী গ্রামে অনুমোদনহীন বাউল গানের আসরে সাদা পোশাকে পুলিশ সদস্যদের নিয়ে রাতভর নাচগান করতে থাকেন। অনুষ্ঠানটি বন্ধ রাখার কথা থাকলেও মোটা অংকের টাকার বিনিময়ে অনুষ্ঠান চালানোর অনুমতি দেন তিনি।

পরবর্তীতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে ঘটনাস্থল থেকে সরে যান ওসি এনায়েত হোসেন। এ ঘটনার ছবি ও ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।  

এর আগে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে পুলিশ মহাপরিদর্শক বরাবর অনিয়ম, দুর্নীতি ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ দায়ের করেন বিএনপি নেতা রিয়াজুল ইসলামের স্ত্রী আনোয়ারা আক্তার বেবী।

অভিযোগে আনোয়ারা আক্তার বলেন, আমার স্বামী মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের অনুসারী। দুপ্তারা বাজারে পারভীনের ছবি সংবলিত ব্যানার টানাতে গেলে অভিযুক্তরা বাধা দেয়। এ সময় প্রতিবাদ করতে গুলি করে মেরে ফেলার হুমকি দেয় তারা।

এ ঘটনার পর রাতে তোরণটি ভেঙে ফেলা হয় এবং রাতে অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায় আসামিরা। এ সময় ফাঁকা গুলি ছুড়ে ঘণ্টাব্যাপী এলাকায় তাণ্ডব চালায় তারা।

এ ঘটনার পর আড়াইহাজার থানায় অভিযোগ দিতে গেলে অভিযোগ না নিয়ে উল্টো মোটা অঙ্কের টাকা দাবি করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন।

পরবর্তীতে থানার সহযোগিতা না পেয়ে এলাকা ছেড়ে স্বামী ও ছেলেকে নিয়ে পালিয়ে নিজেদের রক্ষা করেছেন বলে অভিযোগ করেন আনোয়ারা আক্তার।

অভিযুক্ত আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, গেট ভাঙচুর নিয়ে রাজনৈতিক দুটি পক্ষের মাঝে বিরোধ হয়েছে। এ বিষয়ে তারা থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি। আমি বলেছি তারা যেন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে, এতটুকুই ঘটনা। তাদের রাজনৈতিক বিরোধের কারণে এখন আমাকে দায়ী করছেন তারা।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।