ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

যশোরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৮, এপ্রিল ১৬, ২০২৫
যশোরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

যশোর: যশোরের ঝিকরগাছায় পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে হৃদয় বিদারক এ ঘটনা ঘটেছে উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামে।

মৃতরা হলো গ্রামের সাইফুল ইসলাম বাচ্চুর ছেলে শাফিন (৩) এবং তার চাচতো ভাই জহির উদ্দিনের মেয়ে মেহেরিনি (৩)।

পরিবারের সদস্যরা জানান, বাড়ির উঠোনে খেলা করার একপর্যায়ে শাফিন ও মেহেরিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারা আশপাশের বাড়িসহ এলাকায় ব্যাপক খোঁজ করেও তাদের কোনো সন্ধান পাননি।

একপর্যায়ে বাড়ির লোকজন পাশের পুকুরে নেমে তাদের খোঁজ করতে থাকেন। সেখানে মৃত অবস্থায় দুই ভাই-বোনকে উদ্ধার করা হয়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান মৃতদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।