খাগড়াছড়ি: খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ পাহাড়ি শিক্ষার্থীসহ ছয়জনকে অপহরণের অভিযোগ উঠেছে। বুধবার (১৬ এপ্রিল) সকালে সদরের গিরিফুল এলাকা থেকে তাদের অপহরণ হয় বলে জানা যায়।
অপহৃত শিক্ষার্থীরা হলেন, চবির চারুকলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিশন চাকমা, প্রাণীবিদ্যা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লংঙি ম্রো, চারুকলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা।
জানা যায়, শিক্ষর্থীরা খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়া ইউনিয়নের চার নম্বর প্রকল্প গ্রামে নলেজ চাকমার বাড়িতে বিঝুতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে চট্টগ্রামে ফেরার পথে গিরিফুল নামক এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। এই সময় অটোচালককেও অপহরণ করা হয় বলেও জানা যায়। তবে এই তথ্যগুলো যাচাই করা সম্ভব হয়নি।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বিষয়টি বিভিন্নজন থেকে শুনেছেন জানিয়ে কেউ অভিযোগ করেননি বলেও জানান।
এই বিষয়ে জানতে চাইলে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, আমরা সব সময় ভ্রাত্রিঘাতি সংঘাত, হানাহানি বন্ধের কথা বলে আসছি। সেখানে এমন ঘটনায় জড়িত থাকার প্রশ্নই ওঠে না। উল্টো এই সময়ে আমাদের নেতাকর্মীদের হত্যা করা হয়।
এ ঘটনায় ইউপিডিএফকে জড়ানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
এডি/এএটি